পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই- বাছাই শেষে ৩ চেয়ারম্যান প্রার্থী, ১৭ সাধারণ সদস্য ও ৮জন সংরক্ষিত সদস্যসহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেল সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও উপজেলা সমবায় অফিসার বেনজির আহমেদ এর কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও প্রাপ্ত বয়স না হওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে ৩ চেয়ারম্যান প্রার্থী, ১৭ সাধারণ সদস্য ও ৮জন সংরক্ষিত সদস্যসহ সহ ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিলকৃতদের মধ্যে রয়েছে ১নং হরিঢালী ইউনিয়নে সাধারণ সদস্য ১, সংরক্ষিত ৩ জন। ২নং কপিলমুনি ইউনিয়নে সাধারণ সদস্য ২জন। ৩নং লতা ইউনিয়নে সংরক্ষিত ১জন। ৪নং দেলুটি ইউনিয়নে চেয়ারম্যান ২, সাধারণ ৩ ও সংরক্ষিত ১জন। ৫নং সোলাদানা ইউনিয়নে চেয়ারম্যান ১ ও সাধারণ সদস্য ২। ৬নং লস্কর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৭নং গদাইপুর ইউনিয়নে সাধারণ সদস্য ২। ৮নং রাড়–লি ইউনিয়নে সাধারণ সদস্য ৩জন। ৯নং চাঁদখালী ইউনিয়নে সাধারণ ২ ও সংরক্ষিত ২জন। ১০নং গড়ইখালী ইউনিয়নে সংরক্ষিত ১জন। উল্লেখ্য বৃহস্পতিবার (১৮ মার্চ) উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯২ জন সাধারণ সদস্য ও ১৫১ জন সংরক্ষিত সদস্য সহ ৬৯৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে।
(ঊষার আলো-এমএনএস)