UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জনদুর্ভোগ নিরসনে বিকল্পস্থানে বাস রাখার সিদ্ধান্ত

koushikkln
সেপ্টেম্বর ১২, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার জনদুর্ভোগের আরেক নাম সড়কে বাস রাখা। এলাকায় কোন টার্মিনাল না থাকায় বাস মালিক শ্রমিকরা বছরের পর বছর ধরে জিরোপয়েন্ট এলাকায় তিন দিকের সড়কের উপর বাস রাখায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়ে আসছে। এটি ওই এলাকার দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হলেও এর কোন সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। বিষয়টি টানা কয়েক বছর বিভিন্ন ফোরামে আলোচনা হলেও স্থায়ী কিংবা অস্থায়ী কোন সমাধান হয়নি।

শেষমেষ সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলে সভা শেষে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও ওসি জিয়াউর রহমান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বিকল্পস্থানে বাস রাখার প্রয়োজনীয় উদ্যোগ নেন।

উল্লেখ্য, জিরোপয়েন্টের শিববাটী অভিমুখে সড়কের উত্তরপাশে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত পতিত জমি উপযোগী করে সেখানে বাস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জিরোপয়েন্ট এলাকার দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম, শেখ ফজলুর রহমান ও শেখ হারুনুর রশিদ হিরো।