UsharAlo logo
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় তরমুজ চাষীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় তরমুজ চাষীদের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে উপজেলার গড়ইখালীর শুড়েখালী বাজারে উপজেলা কৃষি অফিস ভ্রাম্যমান এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন আলী খান, সাধক ঢালী, এনামুল হক, যুবলীগনেতা মানবেন্দ্র মন্ডল ও বিশ্বজিৎ রায়। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা বাইনবাড়ীয়া এলাকার কৃষক পরিতোষ সানা, তারক সানা, সোমা সানা, কৌশল্যা সানা ও অঞ্জনা সানার তরমুজ ক্ষেত ও প্রণোদনার সূর্যমুখী ক্ষেত পরিদর্শন করেন।

(ঊষার আলো-এমএনএস)