UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় বিশেষ সার্ভিস ডেস্ক

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানার ওসি এজাজ শফী এলাকার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনী সহায়তা প্রদান ও সব ধরণের পুলিশী সেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি এলাকার এ ৪ শ্রেণি মানুষের জন্য স্থাপন করেছেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সার্ভিস ডেস্ক চালু করেছেন। এ সেবার জন্য থানা অভ্যন্তরেই নির্মাণ করেছেন পৃথক দৃষ্টিনন্দন একটি ভবন। নিয়োগ করেছেন একজন নারী কর্মকর্তা। গত ২৭ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আঙ্গিকের এ সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন। ওসি এজাজ শফীর নতুন এ উদ্যোগ একদিকে যেমন এলাকার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সবারমান বৃদ্ধি করবে, তেমনি এ ধরণের উদ্যোগ দেশের অন্যান্য থানার জন্যও অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন অনেকেই।

(ঊষার আলো-এমএনএস)