UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বিআরডিবি কর্মকর্তার বাসায় ডাকাতি : আটক ৪

usharalodesk
জুলাই ৩, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ বিআরডিবি কর্মকর্তা কাশেম আলী গাজীর বাড়ীতে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় হঠাৎ বাবু সহ ৪ ডাকাতকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুষ্ঠিত মালামাল। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৩ মে রাত ৯টার দিকে উপজেলার সলুয়া গ্রামের মৃত আলতাপ হোসেন গাজীর ছেলে বিআরডিবি’র পরিদর্শক কাশেম আলী গাজীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাত কয়েকজন দূর্বৃত্ত বাড়ীতে প্রবেশ করে খেলনা কিংবা আসল পাইপগান ঠেকিয়ে বাড়ীর মালিককে গামছা দিয়ে বেঁধে রেখে বাড়ীর ভিতর থেকে আলমারী খুলে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, টর্চ লাইট, মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ মে কাশেম আলী বাদী হয়ে থানায় মামলা করে যার নং- ২৪। এ মামলায় ওসি এজাজ শফী এসআই তাকবীর হুসাইনকে তদন্তের দায়িত্বভার দেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর সার্বিক দিক নির্দেশনায় ও ওসি এজাজ শফীর সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা তাকবীর হুসাইন এ মামলায় ১৮ জুন দক্ষিণ সলুয়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে আবুল হোসেন গাজীকে আটক করে। আটক আবুল হোসেন ১৯ জুন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আবুল হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এ ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী আবুল হোসেন গাজী ওরফে পচা, ওরফে হঠাৎ বাবু (৩৮) কে পুলিশ ৩০ জুন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকা থেকে হঠাৎ বাবুকে লুট হওয়া মোবাইল ফোন ও ভ‚য়া জাতীয় পরিচয়পত্র সহ আটক করে। আটক হঠাৎ বাবু উপজেলার প্রতাপকাটী গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে। আটক হঠাৎ বাবুর নামে থানায় অস্ত্র আইন সহ বিভিন্ন অপরাধমূলক একাধিক মামলা রয়েছে। হঠাৎ বাবুর দেওয়া তথ্য মতে পুলিশ এ ঘটনায় শুক্রবার বাগেরহাটের মোংলা থানার আমলাতলা গ্রামের মৃত তোফা শেখের ছেলে আবুল হোসেন শেখ ওরফে ছোট (৪২) কে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের জনৈক জামাল গাজী বাড়ী হতে আটক করেন। অপর আসামী মাহমুদকাটী গ্রামের অশোক হাজরার ছেলে সুব্রত হাজরা (২৮) কে মাহমুদকাটীর মালোপাড়া থেকে আটক করে। আসামী আবুল হোসেন শেখ ওরফে ছোট এবং আসামী সুব্রত হাজরার বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে। আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন। এদিকে ডাকাতির এ ঘটনায় এলাকার শীর্ষ অপরাধী হিসেবে পরিচিতরা আটক হওয়ায় এসপি মোহাম্মদ মাহবুব হাসান ও ওসি এজাজ শফীকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

(ঊষার আলো-আরএম)