UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ৫ ব্যক্তিকে জরিমানা

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনা সংক্রমন প্রতিরোধে মাস্ক ব্যবহারের ওপর মোবাইল কোর্ট জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫ ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ২ ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার।

(ঊষার আলো-এমএনএস)