UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মৎস্য চাষীদের ঘেরের মাটি, পানি পরীক্ষা ও পরামর্শ প্রদান

usharalodesk
আগস্ট ৩১, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য চাষীদের ঘেরের মাটি, পানি পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিন মঙ্গলবার সকালে সোলাদানা বাজার ও পরে ভিলেজ পাইকগাছার ৫০ জন চাষীর ঘেরের মাটি, পানি পরীক্ষা করে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিসারিজ অফিসার চঞ্চল মন্ডল, ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও নীলাদ্রি শেখর সরকার।

(ঊষার আলো-এমএনএস)