পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় তৃতীয় দিনের লকডাউন কার্যকর করতে তৎপর ছিল প্রশাসন ও পুলিশ। লকডাউনের সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রশাসন ও পুলিশ যৌথ ভাবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক ও থানার ওসি এজাজ শফি বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজার, পৌর সদরের বাসস্ট্যান্ড ও জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা ও মাস্ক পরিধান না করায় ৪ ব্যক্তিকে ৬শ’ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দার।
(ঊষার আলো-এমএনএস)