UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় লকডাউনের ২য় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন; ১১ ব্যক্তিকে জরিমানা

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় দ্বিতীয় দিনেরও লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান নেয় উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকর করতে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনভর তেলপাম্প, জিরোপয়েন্ট, বাসস্ট্যান্ড, আদালত এলাকা, মৎস্য আড়ৎদারী মার্কেট এলাকা ও পৌর বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে যানবাহন চালানো ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখায় ১১ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ ব্যক্তিকে ৬ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার।

(ঊষার আলো-এমএনএস)