পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ডাকাতি হওয়া মটর সাইকেল ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে। আটকৃতরা জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার ওসি এজাজ শফী জানিয়েছেন।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ১২ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে কপিলমুনি বাজারের ফল ব্যবসায়ী মাজেদুল ইসলাম ভাড়া মটরসাইকেল যোগে গ্রামের বাড়ী তালা মাছিয়াড়ায় যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর হয়ে খলিলনগর অভিমুখে কিছুদূর যাওয়ারপর পথিমধ্যে ওৎ পেতে থাকা কয়েকজন মুখোশধারী দূর্বিত্ত সড়কে গাছের গুড়ি ফেলে তাদেরকে গতিরোধ করে।
এরপর মটরসাইকেল চালকের মাথায় আঘাত করে সড়কের পাশে পানের বরজে তাদের হাত-পা বেঁধে রেখে মটরসাইকেল, মোবাইল ও কাছে থাকা টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মাজেদুল পরের দিন ১৩ আগস্ট পাইকগাছা থানায় অজ্ঞাতনামা আসামী করে দস্যুতা মামলা করে। যার নং-২৩।
এ মামলায় প্রথমেই পুলিশ উপজেলার বিরাশী গ্রামের হাসান শেখ (২১), আলমতলার ফয়সাল জমাদ্দার (২০) ও সাতক্ষীরার তালা উপজেলার জনি মীর (২০) নামে ৩ যুবককে আটক করে। ওসি এজাজ শফী জানান, আটককৃতদের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির ঘটনায় লুট হওয়া মটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সর্বশেষ শুক্রবার শ্রীকণ্ঠপুর বাজার থেকে আরাজীভবানীপুর গ্রামের লতিফ গাজীর ছেলে রুহুল আমিন (১৮) নামে আরো এক যুবককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এসআই মোল্লা শাহাদাৎ।
(ঊষার আলো-আরএম)