পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শনিবার (২২ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী জানান, পাইকগাছা উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের নষ্ট পোল পরিবর্তন, নষ্ট ক্রস আর্ম পরিবর্তন, জাম্পারিং রক্ষনাবেক্ষন এবং ৫নং ফিডারের ফিডার মিটারিং এর কাজ করা হবে। এজন্য শনিবার (২২ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকসহ সর্বসাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা।
(ঊষার আলো-এমএনএস)