UsharAlo logo
শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলা এসডিজি ফোরামের সভা

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা এসডিজি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ইন্টারেক্টিভ এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রকল্প কর্মকর্তা ফারাহ বি তাবাচ্ছুম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখেন, ফোরামের সদস্য সচিব ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, অহেদ আলী গাজী, কবিতা দাশ, মোঃ আব্দুল গফফার মোড়ল, সাংবাদিক এন ইসলাম সাগর, মাওলানা রইসুল ইসলাম, ইলিয়াস হোসেন, আফরোজা পারভীন শিল্পী, বাসন্তী মন্ডল, মনালিসা, ফাতেমা তুজ জোহুরা রূপা, আলফাতারা কাজল, আলিফা খাতুন, আব্দুল মজিদ বয়াতী, পুতুল রজক, ওয়াসিফ গফুর ও আরিয়ানা তামান্না। উপস্থিত ছিলেন, প্রোজেক্ট অফিসার গোলাম মোস্তফা, বিপুল রায়, মাসুদ রানা ও উপজেলা সুপার ভাইজার মোস্তাক আহমেদ। সভায় প্রান্তিক জনগণ কিভাবে সেবা পেতে পারে এবং সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় সেবা সমূহ নিশ্চিত করণের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

(ঊষার আলো-এমএনএস)