ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, সরকার পদ্মাসেতুকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। কিন্তু জনগন আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট চরিত্র বুঝে গেছে। দেশবাসী জানেন- পদ্মাসেতুতে কি পরিমাণ অনিয়ম, দুর্নীতি-লুটপাট হয়েছে। পদ্মাসেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অধিকার, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতারণার ফাঁদ নয়। পাইকগাছা-কয়রার বেড়িবাঁধ সংস্কার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে বাধ্য হয়েছে। খুলনা-পাইকগাছা-কয়রা সড়ক তো চলাচলেরই অযোগ্য।
নেতারা বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যত্থায় আওয়ামী লীগের উপরেই না জনগন স্যাংশন (নিষেধাজ্ঞা) জারী করে।
বুধবার (২৯ জুন) পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। সম্মেলনের পর অনুষ্ঠিত কাউন্সল অধিবেশন অনুষ্ঠিত হয়।পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলনে ডাঃ আব্দুল মজিদ সভাপতি ও এসএম এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পাইকগাছা উপজেলা ও তার ১০টি ইউনিয়নে ৭০৯ জন (কাউন্সিলর) ভোটারের মধ্যে ৬৩০জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ডাঃ আবদুল মজিদ ৫৩৪ ভোট পেয়ে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ ইমাদুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট। এদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ৩২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহদাৎ হোসেন ডাবলু পেয়েছেন ২৯৩ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক পেয়েছেন ১৬৮ ভোট। এরআগে নিবাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ, যুগ্ম-সম্পাদক তুষার কান্তি মন্ডল নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল অধিবেশনের পূর্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু ও মোল্লা মোশাররফ হোসেন মফিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ তৈয়্যবুর রহমান, শামীম কবির, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীসহ জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ।