পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু মারাত্মক অসুস্থ অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা আশু সুস্থতা কামনা করে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) জুম্বাবাদ চিংড়ি বিপনন কেন্দ্র জামে মসজিদে মসজিদ কমিটির সভাপতি শেখ জালাল উদ্দীন এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিংড়ি বিপণন সমবায় সমিতির সভাপতি মোঃ জিন্নাত আলী সানা। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজী ইমান আলী, জি এম রফিকুল ইসলাম, সমিতির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ আয়ুব আলী মোল্যা, মুজিবর রহমান, মোঃ মুজিবর রহমান, আব্দুল মাজেদ, কবির হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ ও মুসল্লীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ গোলাম রব্বানী। এদিকে সন্ধ্যায় পাইকগাছা বাজার পূজা মন্দিরে উত্তম কুমার সাধু এর সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহর চন্দ্র সানা, সুনিল কৃষ্ণ মন্ডল, সুবোধ বাছাড়, দীপক মন্ডল, পঞ্চানন সানা, শংকর দত্ত, শ্যামসুন্দর ভদ্র, বাবুরাম মন্ডল, স্বপন চক্রবর্তীসহ ভক্তবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)