UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ২৯ লক্ষ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা

koushikkln
জুন ৩০, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে পৌর ভবনে বাজেট ঘোষণা করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বাজেটে ৫৯ কোটি ৫৯ লক্ষ ৯৩ হাজার ৭৬২ টাকা আয়, ৫৯ কোটি ২৯ লক্ষ ৭৭ হাজার ৯৪৫ টাকা ব্যয় এবং ৩০ লক্ষ ১৫ হাজার ৮১৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্র্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর। কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাউন্সিলর কবিতা রানী দাশ, রাফেজা খানম, আসমা আহম্মেদ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, হেমেন্দ্রনাথ গাইন। অনুষ্ঠানে সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।