ঊষার আলো ডেস্ক : পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব-এর উদ্যোগে অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২২ উপলক্ষে গত ০৯ অক্টোবর রবিবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়। নগরীর ময়লাপোতা মোড় হতে দু’টি এ্যাম্বুলেন্স ময়লাপোতা মোড়ে অবস্থান করবে প্রতিদিন। সম্পূর্ণ বিনামূল্যে যে কেউ জরুরী ভিত্তিতে ব্যবহার এই এ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারিবেন।
ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস-এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্যানেল মেয়র আলী আকবর টিপু। সহযোগিতা করেন খুলনা-২ আসনের এমপি সেখ সালাহউদ্দীন জুয়েলের পিএস। উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও রিজন চেয়ারপার্সন (ঐছ) লায়ন এড. শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব-এর প্রেসিডেন্ট লায়ন মোঃ আসাদুজ্জামান সেলিম, লায়ন শিল্পী আবিদ, ক্লাবের সদস্য এডমিনিস্ট্রেটর লায়ন রাখী জামান প্রমুখ।