UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে গরুসহ চোর আটক

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে গরু চুরি করার সময় ধরা পরলো চোর। শুক্রবার (২৮ মে) উপজেলার বেতলা গ্রামের মৃত: আঃ হকের ছেলে রবিউল (২৫) গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রোঙ্গাকাঠী এলাকা থেকে দুলাল মাঝির একটি গরু চুরি করা হয়। পরে গরুটি খোজাখুজি করতে-করতে রোঙ্গকাঠী এলাকায় পাওয়া যায় এবং ওখান থেকে চোর দ্রুত পালিয়ে নিজ এলাকা উত্তর বেতকা গ্রামের ফোরকানিয়া মাদ্রাসার কাছে আত্মগোপনে থাকার চেষ্টা করে। এ সময় পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে কাউখালী থানা অফিসার ইনচার্জ বণি আমিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চোরকে এবং গরুটি উদ্ধার করতে সক্ষম হই। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)