UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে আ’লীগ নেতার বাড়িতে ও দোকানে হামলা-ভাংচুর

usharalodesk
মে ২২, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পিরোজপুরের সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম শেখের বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
শনিবার (২২ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের লখাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা আবুল কালাম শেখসহ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহত মনিরুল ইসলাম শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় টোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম শেখ বাদী হয়ে হামলাকারীদের নামে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম শেখ অভিযোগ করে জানান, স্থানীয় সন্ত্রাসী মুনান হাওলাদারের বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তিনি। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকদিন যাবত সেই মামলা তুলে নেয়ার জন্য তিনি সহ তার পরিবারে অন্য সদস্যদের নানা ভাবে হুমকি-ধামকি দিতে থাকে মুনানসহ তার সাথের সন্ত্রাসীরা।
শনিবার সকালে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিতে স্থানীয় সন্ত্রাসী রাকিব শেখ (২৬), সোহান হাওলাদার (২৮) মুনান হাওলাদার (৩০) শাহারুন আলী হাওলাদার (৫০), হাসিবুল ইসলাম হাওলাদার (২৬) ওয়ারেছ আলী হাওলাদার (৬৫), কবির হাওলাদার (৩৫), উজ্জল হাওলাদার (৩০) সহ প্রায় ২০/২৫ জনের একটি দল তাদের বাড়িতে প্রবেশ করে। তখন হঠাৎ করে তাদের বাড়িতে ভাংচুর শুরু করে এবং বাড়ির সামনে থাকা দোকান ভাংচুর করে লুটপাট করে। দোকানে থাকা প্রায় নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল লুটপাট করে এবং দোকানের ভিতরে টিভি ও ফ্রিজ ভাংচুর করে।
এ সময় সন্ত্রাসীদের বাধাঁ দিতে এলে সন্ত্রাসীরা তাকে সহ তার আত্মীয় মনিরুল ইসলাম শেখ, আবুল বাশার শেখ সহ কয়েক জনকে পিটিয়ে গুরুতর আহত করে। এদের মধ্যে মনিরুল ইসলাম শেখের অবস্থা গুরুতর হওয়ায় পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হামলায় আহত আবুল বাশার শেখ অভিযোগ করেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মুনান হাওলাদার এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এ বাহিনী এলাকায় মাদক ব্যবসা সহ নানা ধরনের অপকর্ম করে বেরাচ্ছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রেহণ করা হবে।

(ঊষার আলো-এমএনএস)