UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে হাসপাতাল থেকে করোনা রোগী পালায়নের পর আটক 

koushikkln
জুলাই ১৬, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : কাউখালী হাসপাতাল থেকে করোনা রোগী পালায়ন ঘটনা ঘটেছে।পালানোর পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাড়ি থেকে আটক করে পুনরায় হাসপাতালে ভর্তি সংবাদ পাওয়া গেছে। জানা গেছে গত বৃহস্পতিবার উপজেলার নিলতী গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রুনা বেগম (৫০) করোণা পজিটিভ আক্রান্ত হয়। অসুস্থ অবস্থায় কাউখালী স্বাস্থ্য  কমপ্লেক্সে আসলে দ্রুত সময়ের মধ্যে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফা  সিদ্দিকা  করোণা ইউনিটে ভর্তি করেন। যথানিয়মে চিকিৎসা চলাকালীন  শুক্রবার (১৬জুলাই) ১১ টার পরে ডাক্তার করণা ইউনিটে ওই রোগী দেখার জন্য গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আলিফা সিদ্দিকা।

তিনি আরো জানান,তার সাথে থাকা কর্তব্যরত সেবিকা বাসন্তী ও শ্রাবন্তী রোগীকে খোঁজাখুঁজি করে না কোথাও পাই নাই।  পরবর্তীতে উপজেলা প্রশাসন উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা   রুনা বেগমকে  বাড়ি থেকে উদ্ধার করে পুনরায় কাউখালী হাসপাতালে ভর্তি করেন।