UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে খুলনায় বিএনপি’র ২৮ নেতাকর্মি আটক

koushikkln
অক্টোবর ২৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: আগামী ২৮শে অক্টোবর ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে খুলনা মহানগরীতে ২০ জন এবং জেলায় ৮ জনকে আটক করেছে পুলিশ। খুলনায় বিএনপি’র মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত দুই রাতে বিএনপির প্রায় ৪০ নেতাকর্মী আটক হলেন।

২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর ৭টি থানায় গ্রেপ্তারকৃতরা হলেন-মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, খানজাহান আলী থানার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ হাদিউজ্জামান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রমিক নেতা সরদার নজরুল ইসলাম; সদর থানার স্বেচ্ছাসেবক দলের ২৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ২২নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ জহির শেখ, ২৭নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম সাঈদ; সোনাডাঙ্গা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু, ১৭ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মোঃ আলমগীর মোল্লা; দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুর রহমান, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন; লবণচরা থানা ৩১ নং ওয়ার্ড যুবদলের জি এম রফিকুল ইসলাম; খালিশপুর থানার ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শেখ ইসলাম, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শহিদুল আলম বাবুল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: ফারুক আলীসহ আড়ংঘাটা থানা থেকে আরও ২ জনকে আটক করা হয়েছে।

ঊআ-বিএস