UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ কনষ্টেবল পদে ৫৮ জন নিয়োগে আবেদন ৩ হাজারের বেশি

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ কনষ্টেবল পদে নিয়োগে খুলনা জেলায়  শুক্রবার ও শনিবার সারাদিন বাছাইপর্ব চলে। আগামিকাল ১৮ ফেব্রুয়ারী শেষ হবে এ যাচাইবাছাই এরপর লিখিত পরিক্ষা হবে ৬ জুন । উত্তীর্ণদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী কনষ্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

যাচাই বাছাই পর্বে খুলনার শিরোমনি জেলা পুলিশ লাইনে ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। যাচাইবাছাই ২ দিনেই চাকরি প্রত্যাশীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান । তিনি বলেন অর্থ নয় নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে ।

এছাড়া খুলনা বিভাগে পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ দেওয়া হবে ৩৯১ জনকে এর মধ্যে পুরুষ ৩৩৩ জন ও নারী ৫৮ জন । খুলনা বিভাগে অন্য জেলায় যশোরে পুরুষ ৫৯ জন নারী ১০ জন, ঝিনাইদাহে পুরুষ ৩৮ জন নারী ৭ জন , মাগুরায় পুরুষ ২০ জন নারী ৩ জন নড়াইলে পুরুষ ১৫ জন নারী ৩ জন বাগেরহাটে পুরুষ ৩১ জন নারী ৬ জন সাতক্ষীরায় পুরুষ ৪২ নারী ৭ জন চুয়াডঙ্গায় পুরষ ২৪ নারী ৪ জন কুষ্টিয়ায় পুরুষ ৪১ জন নারী ৭ জন । মেহেরপুরে পুরুষ ১৪ ও নারী ২ জনকে, চলতি বছর সারা দেশে ৩ হাজার ৬ শ জনকে নিয়োগ দেওয়া হবে। পুরুষ ৩ হাজার ৬০ জন আর নারী ৫৪০ জন।

সরকারের কোটা ভিত্তিক অগ্রাধিকার থাকবে নিয়োগে । খুলনায় ৪৯ জন পুরুষ ও ৯ নারীর নিয়েগের কথা থাকলেও আবেদন করেছে ৩ হাজারের বেশি।