UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : খুবি উপাচার্য

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, পেশাগত উন্নয়নে বর্তমান সময়ে সফট স্কিলে দক্ষতা অর্জন সবচেয়ে জরুরি। তাই ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সফট স্কিলে প্রশিক্ষণ নেওয়া উচিত। বিশ্ব যে দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে এবং প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। উন্নত দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে চলতে হার্ড স্কিলের সাথে সফট স্কিলেরও সমান গুরুত্ব রয়েছে।

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের আয়োজনে ‘ইডিজিই-কেইউসিএসই ডিজিটাল স্কিল ট্রেনিং প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করলে তা সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যায়। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা থাকলে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। যা পরবর্তীতে তার কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তিনি জীবনকে ঢেলে সাজাতে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সফট স্কিলে দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হতে হবে কিংবা প্রাইভেট সেক্টরের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বর্তমান যুগ প্রতিযোগিতাপূর্ণ। তাই এই ধরনের কর্মশালা কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তিনি এ ধরনের ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিলে দক্ষ করে তোলার জন্য আইসিটি ডিভিশনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। আরও বক্তব্য রাখেন একই স্কুলের প্রাক্তন ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের শবনম মুস্তারি, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রনি ডাকুয়া, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবরিনা, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শাওন কর্মকার ও তমা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মোঃ মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উপাচার্য ট্রেনিং প্রোগ্রামের ১৯টি ব্যাচে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের মাধ্যমে এ প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে।

ঊষার আলো-এসএ