UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান অতিথি আমীরে জামায়াত কাল খুলনা কয়রায় কর্মী সম্মেলন

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে কাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর দুই টায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথির ভাষন দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া তিনি ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল ও পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে প্রধান অতিথির বক্তব্য দিবেন। এ সব কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানবদরদী এই রাজনীতিকের আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ত্রোণ, শত শত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাটানো হয়েছে গোটা এলাকা। দীর্ঘ দেড় যুগের বেশী সময়ের পর এ অঞ্চলে জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন ও পথ সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মাওলানা মিজানুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মো. সায়ফুল্যাহ, মাওলানা সুজায়েত ও মো. আবুজার গিফারী বলেছেন, কয়রার কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে ইনশাআল্লাহ। যা হবে স্মরণকালের একটি ইতিহাস। আর আমরা হতে যাচ্ছি সেই ইতিহাসের সাক্ষী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথ সমাবেশ অনুষ্ঠিত হবে। সামবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি থাকবেন খুলনা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির। এ সকল কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলন, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে পথ সমাবেশ ও আঠারো মাইলের মোড়ের পথ সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এখন আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। তিনি বলেন, এ সকল কর্মসূচি সফল করতে ইতোমধ্যে আমরা বিতরণ করেছি ৮৫ হাজার লিফলেট, সাটানো হয়েছে ৪৫ হাজার পোস্টার। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। কয়রা উপজেলা এলাকায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে ৩৮টি ও পাইকগাছা উপজেলা এলাকায় ১৮টি তোরণ নির্মাণ করা হয়েছে। পনেরদিন ধরে করেছি ব্যাপক প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও হাট বাজারে প্রস্ততি সভা-সমাবেশ, মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা করেছি। চলছে গোটা এলাকায় মাইকিং। কপোতাক্ষ কলেজ ময়দানে নির্মাণ করা হয়েছে সুবিশাল স্টেজ। তিনি বলেন, কয়রার কপোতাক্ষ কলেজ ময়দান কর্মী সম্মেলনের স্থান নির্ধারণ করা হলেও গোটা কয়রা হবে জনসমুদ্র।

ঊ/আ-এইচআর