UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক আব্দুল মতিনের ইন্তেকাল : বিএফইউজে-কেইউজের শ্রদ্ধা

koushikkln
জুন ৩০, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রবীণ সাংবাদিক, আবৃতিকার ও অভিনেতা সৈয়দ আব্দুল মতিন  আর নেই। তিনি বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ছয়টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ জোহর শেখপাড়া আস্তানা জামে মসজিদে সৈয়দ আব্দুল মতিনের নামাজে জানাজা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।

এদিকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মতিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের দিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ। কেইউজে’র সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।

অনুরুপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,নির্বাহী সদস্য কৌশিক দে বাপী ও হুমাযূন কবির।

এদিকে বিএফইউজে ও কেইউজে নেতৃবৃন্দ যোহরবাদ সৈয়দ আব্দুল মতিনের জানাযা নামাজ শেষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু,সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ,সাবেক সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ,সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কেইউজের নির্বাহী সদস্য মিলন হোসেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,নির্বাহী সদস্য কৌশিক দে বাপি ও হুমাযূন কবির, সদস্য নুর হাসান জনি উপস্থিত ছিলেন।