UsharAlo logo
সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক মনিরুল হুদার মৃত্যুতে জামায়াতের সেক্রেটারির শোক

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, প্রথিতযশা কর আইনজীবী, সিনিয়র রোটারিয়ান মনিরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১১ এপিল) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় তিনি বলেন, মরহুম মনিরুল হুদা ছিলেন খুলনার গণমাধ্যম জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিক হিসেবে বেশ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। তিনি সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করেছেন। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মী ও আইনজীবীকে হারালাম। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ১১ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় ঢাকায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা ইন্তিকাল করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ঊআ-বিএস