পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন ও ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মিলনবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর নির্মাণ কাজ পরিদর্শন ও নতুন ভবনের তিন তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, সুপার ভাইজার কনসালটেন্ট তানভির হোসেন, সহকারী শিক্ষা অফিসার ফারুখ হোসেন, বিদ্যালয়ের সভাপতি সুমনা রায় ও প্রধান শিক্ষক পঙ্কজ কুমার হালদার। উল্লেখ্য প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে অত্র ৩ তলা বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ(এলজিইডি)।
(ঊষার আলো-এমএনএস)