UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা আটক ১

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটের বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে নাজমিন আক্তার নামের ১ তরুণীকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে। ঘাতক নাজিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আঙ্গারজুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেছেন, প্রেমে ব্যর্থ হয়ে বিয়ানীবাজারে ১ স্কুলছাত্রীকে তারই পার্শ্ববর্তী বাড়ির ১ বখাটে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ সুপারের নির্দেশে টানা ৯ ঘণ্টা অভিযানে ঘাতক নাজিমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলেন, সম্প্রতি ওই তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে ছিল। ঘাতক নাজিম উদ্দিন (২৩) অন্য এলাকার বাসিন্দা হলেও সে নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করত। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায়।
এলাকাবাসী জানিয়েছে, ঘটনার সময় ঘাতক নাজিম উদ্দিন ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে (১৮) পেছন থেকে জাপটে ধরে বঁটি দা দিয়ে গলায় কোপ দেয় নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক নাজিম।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ বলেছেন, তরুণীকে শিশুকালে এনে লালন-পালন করেছেন সামসুল হক চৌধুরী। ঘাতক ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে নাজিম।

 

(ঊষার আলো- এম.এইচ)