UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত নেতাদের স্মরণে সভা ও দোয়া মাহফিল উন্নয়ন কমিটির

koushikkln
ডিসেম্বর ১৩, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ০৯টায় প্রয়াত আবু মহম্মদ ফেরদাউস, এম নুরুল ইসলাম দাদু ভাই, আলহাজ্ব লিয়াকত আলী, এ্যাড. কাজী আব্দুস সালাম, এ্যাড. ফিরোজ আহমেদ ও আরজুল ইসলাম আরজুসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করা হয়। সন্ধ্যা ০৬টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রয়াত নেতৃবৃন্দের অবদানের কথা স্মৃতিচারণ করেন। আলোচনা সভার পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মোঃ নিজাম-উর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মোঃ খলিলুর রহমান,, সরদার রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, আফজাল হোসেন রাজু, এ্যাড. আবুল কাসেম, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, আতিয়ার রহমান ও প্রমিতি দফাদার প্রমূখ।