UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্লান্টেশন ও কনজারভেশন অব ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্কশপ

koushikkln
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোটারি ডিস্ট্রিক্ট -৩২৮১, বাংলাদেশের এ বছর বৃহৎ উদ্যেগ ১০ লাখ বৃক্ষ রোপন এবং ম্যানগ্রোভ নন সুরক্ষার অংশ হিসেবে সুন্দরবনের বনাঞ্চলে ম্যানগ্রোভ চারা রোপণ, মানুষের জীবনের মান পরিবর্তনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত বিনিময়ের জন্য ” প্লান্টেশন এবং কনজারভেশন অব ম্যানগ্রোভ ফরেস্ট ” আমাদের করণীয় বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিষ্টার মোতাসিম বিল্লাহ ফারুকী  সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে সেমিনারটি পরিচালনা করেন, অনান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন, ডিষ্ট্রিক্ট পরিবেশ কমিটি চেয়ার রোটাঃ কাজী এমদাদুল হক, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, অধ্যাপক আনোয়ারুল কাদির, অধ্যাপক ডঃ মোঃ ওয়সিউল ইসলাম, পিপি রেজাউল করিম,এ্যাডিঃ ডিস্ট্রিক্ট ট্রেইনার ইন্জিঃ মশিউজ্জামান খান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এ এন মনজুরুল হক সোহেল, ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি মাহজাবিন মুবিনা হেমা, লেঃ গভর্নর ডাঃ মোস্তফা কামাল, লেঃ গভর্নর মোল্লা মারুফ রশীদ, প্রেস ক্লাব সভাপতি ও এ্যাসিঃ ডিস্ট্রিক্ট সেক্রেটারি এস এম নজরুল ইসলাম, এস এম আতহার আলী, ডেপুটি গভর্নর মিজানুর রহমান জুয়েল, আহমেদ কবির, এ্যাসিঃ গভর্নর এস এম হাবিব, শাহরিয়ার রুবেল, মোঃ শামীম, মনিরুজ্জামান পলাশ সহ চেন্জ মেকার প্রেসিডেন্টবৃন্দ ও বিভিন্ন রোটারিয়ানবৃন্দ। সেমিনারটির কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন রোটাঃ পিপি পলাশ সাহা।