UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্লুটোর নজরকাড়া ছবি প্রকাশ নাসার

pial
নভেম্বর ৩০, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্লুটোর নজরকাড়া ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর ছবিটি তুলেছে নাসার নিউ হরাইজনস নামের মহাকাশযান। শনিবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করা হয়েছে। নাসার পোস্টে বলা হয়েছে, ২২ হাজার ২৫ মাইল (৩৫,৪৪৫ কিলোমিটার) দূরত্ব হতে ছবিটি তোলা হয়েছে।

নাসা আরো জানিয়েছে, ছবিতে সত্যিকারের প্লুটোকে আমরা দেখার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, নাইট্রোজেন এবং মিথেনের পরিপূর্ণ বামন গ্রহটির ‘প্রাণকেন্দ্র’ হিমবাহও ছবিতে দেখা যাচ্ছে।

⁣প্লুটোকে বামন গ্রহ বলা হয়েছে। প্লুটো মাত্র ১৪০০ মাইল (২২৫০ কিমি) চওড়া, যা চাঁদের প্রস্থের তিনভাগের দু’ভাগ। এর মোট গড় তাপমাত্রা -৩৮৭ ডিগ্রি ফারেনহাইট (-২৩২ ডিগ্রি সেলসিয়াস)। প্লুটোর উপরিভাগ পানি, মিথেন ও নাইট্রোজেন দিয়ে তৈরি বরফে আবৃত। ধারণা করা হয়, তার অভ্যন্তরভাগ পাথুরে। প্লুটোতে একটি গভীর মহাসাগর রয়েছেও বলে ধারণা বিজ্ঞানীদের।

(ঊষার আলো-এফএসপি)