UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলতলায় ট্রাক ও মাহেন্দ্রার সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঊষার আলো
মে ১৭, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনার ফুলতলায় ট্রাক ও মাহেন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও ৫ জন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৭ মে) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দামোদার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৭ মে) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দামোদার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা অভিমুখী মাহেন্দ্রার সাথে বিপরীতমুখী ট্রাকের (ঢাকা মেট্রো- ঢ, ১১-০৮২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হন। তাদেরকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরেবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রিন্টু নামের একজনের মৃত্যু হয়। তিনি যশোরের কোতয়ালী থানার শেখবাটি গ্রামের মতিয়ারের ছেলে। এছাড়া আহতরা হলেন, আঃ রহমান (৩০), জামাল (৩৫), তাসনিম (০৭), খোকন(৩৫), ফয়সাল (৩০)। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রাকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় একজন মারা গেছে।

(ঊষার আলো-এস এস)