UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে হঠাৎ সমস্যা

ঊষার আলো
মার্চ ৯, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সামাজিক মাধ্যমের জায়ান্ট ফেসবুকে হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে। ০৮ মার্চ সোমবার গভির রাত থেকে এ সমস্যা শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সমস্যা থাকতে পারে। মেইনটেন্যান্সের কারণে বিশ্বজুড়ে এ সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
আইডি লগইন করতে গেলেই একটি মেসেজ দেখাচ্ছে ফেসবুক। সেখানে লেখা হয়েছে, ‘ফেসবুক খুব শিগগিরই চালু হবে। প্রয়োজনীয় মেইনটেন্যান্সের জন্য এই মুহূর্তে ফেসবুক ডাউন আছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বড় প্ল্যাটফর্ম ‘সাইবার ৭১’-এর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মেইনটেন্যান্সের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। বহু ব্যবহারকারী লগইন করতে গেলে ফেসবুক বন্ধ পাচ্ছে। যদিও ফেসবুক এ জন্য কোনো পূর্বঘোষণা দেয়নি। তবে এ সমস্যা দ্রুতই ঠিক হয়ে যাবে।

(ঊষার আলো-এম.এইচ)