UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঊষার আলো
মার্চ ১৯, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ট্রাকচাপায় সাব্বির হোসেন (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।রোববার (১৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি ফিড কোম্পানিতে কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে সোনাকানিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম কর্মস্থলের দিকে যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় পৌঁছালে নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেসঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ