UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপের সমাপণী 

koushikkln
নভেম্বর ২৮, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৮ নভেম্বর) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম ও ক্রীড়া অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলীমুজ্জামান। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অতিথিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে ক্রীড়ামূখী করার চেষ্টা করছেন। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। তাঁরা আরও বলেন, দেশে নারী ফুটবলের বিকাশ ঘটেছে। ছেলেদের পাশাপাশি খেলাধুলায় নারীরা বেশ এগিয়ে যাচ্ছে। খেলাধুলাই পারে মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে বেশি করে জানতে পারবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

ফাইনাল খেলায় মাগুরা জেলা বালিকা দল ২-১ গোলে চুয়াডাঙ্গা জেলা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান এবং টাইব্রেকারে যশোর জেলা বালক দল ৪-২ গোলে নড়াইল জেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।