UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সেতুতে ৪৮ ঘন্টায় পাঁচ কোটি ৩৯ লাখ টোল আদায়

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ৪৮ ঘন্টায় ৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা টোল আদায় হয়েছে। এই দুদিনে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন পারাপার হয়েছে।এর মধ্যে সোমবার(২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৯৪০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। আর রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৩৬০ টাকা

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টা থেকে আজ(সোমবার) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোল প্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপ, মাইক্রো, প্রাইভেটকার এবং মোটরসাইকেল মিলিয়ে ৮২ হাজার ৭৯৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রপ্তানিমুখী শিল্পকারখানা চালুর ঘোষণা ও শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহণ এবং অন্যান্য পরিবহন চলাচল শুরু হয়। এতে গত ২ দিনে মহাসড়কে তুলনামূলক অনেক বেশি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। তাই রেকর্ডসংখ্যক পরিবহণ পারাপারের পাশাপাশি টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে।

(ঊষার আলো-আরএম)