UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বটিয়ঘাটায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

ঊষার আলো
মে ২২, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার বটিয়াঘাটায় স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনাটি বটিয়াঘাটার ডাকবাংলোর সামনের সড়কে শনিবার (২২ মে) বিকেল ৫টার দিকে ঘটে। নিহত নারীর নাম সাধনা রায় (৪৫)। তিনি উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা গ্রামের মৃত সুশীল বালার মেয়ে। খুলনায় গৃহকর্মী হিসেবে তিনি প্রিয়তোষ বিশ্বাস নামের এক এনজিও কর্মকর্তার বাড়িতে কাজ করতেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুই দিন আগে ছুটি নিয়ে ওই নারী গ্রামের বাড়িতে আসেন। শনিবার (২২ মে) বিকেলে মোটরসাইকেলে খুলনার উদ্দেশ্যে রওনা দিলে পতিমধ্যে ডাকবাংলোর সামনের স্পিড ব্রেকার পার হওয়ার সময় ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। তাতে মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবীর জানান, ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ হাসাপাতালে যায়। নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)