UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় জাল সনদে দফাদারের চাকরি নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এস এস সির জাল সনদে দফাদারের চাকরি নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বটিয়াঘাটা ইউনিয়নের বসুরাবাদ গ্রামের নিতাই বিশ্বাস। তিনি অভিযোগ করেন টুকু ঠিকাদার স্বামী মৃত বিধান টিকাদার জলমা ইউনিয়ন এর গজল মারি গ্রামের ১১/৯/১৯ তারিখে দফাদারের চাকরিতে যোগদান করেন। তিনি এসএসসি পাশের জাল সনদ পত্র পেশ করেন কিন্তু প্রগতি মাধ্যমিক বিদ্যাপিঠ স্কুল থেকে গত ৬/৩/২০২১ তারিখে তিনি সপ্তম শ্রেণী পাস করে তিনি অষ্টম শ্রেণীতে উন্নীত হয়ে তাতে ১৯৯১ সালে পাশের কথা উল্লেখ আছে। প্রত্যায়ন পত্র গ্রহণ করেন। তার অবৈধ সনদপত্র দিয়ে চাকরি নেওয়ার প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানা প্রশাসন ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে ভুয়া সনদ এর মাধ্যমে দফাদারের চাকরি নেওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হেতালবুনিয়া গ্রামের সবিতা বৈরাগী ও কবিতা মন্ডল।
ঊষার আলো-এমাএনএস