ঊষার আলো প্রতিবেদক : বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ রবিউল কবির রবিবার (২১ মার্চ) সকাল ৯টায় বটিয়াঘাটা বাজারসহ বিভিন্ন স্থানে মাক্স বিতরণ করেন। করোনা পরিস্থিতির অবনতি ঘটায় জনগণকে সচেতন করার লক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশের পক্ষ থেকে এই মাক্স বিতরণ করা হয়। ইতিপূর্বে তিনি বটিয়াঘাটা বাজার, মসজিদসহ বিভিন্ন স্থানে করোনা সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা করেন । এই উপলক্ষে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাক্স ব্যবহার করা সকলের উচিত আপনারা আপনাদের পরিবার ও সমাজকে করোনার হাত থেকে রক্ষা করতে হলে মাক্স ব্যবহার বাধ্যতামূলক। তিনি সকলের প্রতি মাক্স ব্যবহার করার আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)