UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বটিয়াঘাটা, দাকোপ, চালনা অক্সিজেন ব্যাংক ও করোনা সাপোর্ট সেন্টারের উদ্বোধন

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা জেলা বি এনপির তত্বাবধানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের অর্থায়নে দাকোপ, বটিয়াঘাটা, চালনা অক্সিজেন ব্যাংক ও করোনা সাপোর্ট সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

চালনা পৌর বি এন পির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মোজাফফর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। বিএনপি নেতা মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, মুর্শিদুর রহমান লিটন, আসীত কুমার সাহা, খায়রুল ইসলাম খান জনি, আব্দুল মান্নান খান, খন্দকার ফারুক হোসেন, রাহাত আলী খান লাচ্চু, নাছিম শেখ, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, রুহুল মোমিন লিটন, তানভিরুল আজম রুম্মন , শামসুল বারিক পান্না, আলামীন হোসেন, হেমায়েত হোসেন, আছাবুর রহমান হাওলাদার, শেখ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুর রব, শেখ বাবুল হোসেন মেম্বার, বাহাদুর মুন্সি, সুমন খান, মিঠু, শফিকুল হসলাম বাবু, বাদল, ইসমাঈল হোসেন খান, বায়জিদ হোসেন খান, নুরুল ইসলাম মামুন, রবিউল ইসলাম, নাহিদ ইমাম, হেলাল হোসেন, আলামিন সানা, আশিস ব্যানার্জি, শেখ রফিকুল ইসলাম, সাগর, মুনির, গাজী হারুনসহ আরও অনেকে।

সভার শুরুতে দাকোপ উপজেলা বি এন পির সাবেক আহবায়ক, আবুল খয়ের খান, জেলা বিএনপির উপদেষ্টা মোফাজ্জল হোসেন মফু ও ছাত্র নেতা বায়জিদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্ত বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর সহধর্মিণীর সুস্থতা কামনা করেন। এসময় উদ্বোধক মনা বলেন, করোনা মহামারীর শুরু থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঔষধ, সুরক্ষা সামগ্রী, খাবার, রান্না করা খাবার, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় কাজ গেল ১৮ মাস অব্যহত রেখেছি। যতদিন মহামারী থাকবে ততদিন আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে মজলুম মানুষের পাশে থাকব। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের সকলকে টিকার আওতায় এনে অতি সত্বর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে আগামী প্রজন্মকে রক্ষা করার দাবি জানানো হয়।

(ঊষার আলো-আরএম)