UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের দু’টি ম্যাচই অমিমাংসীত

koushikkln
অক্টোবর ১২, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রæপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অনুষ্ঠিত দু’টি ম্যাচই অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করে ম্যানসিটি ক্লাব বনাম শেরে বাংলা স্মৃতি সংসদ। খেলাটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলার ৯ মিনিটের সময় শেরে বাংলা স্মৃতি সংসদের ১৫নং জার্সি পরিহিত খেলোয়াড় চিন্ময় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পিছিয়ে থেকে বিরতীতে যায় ম্যানসিটি। বিরতী থেকে ফিরে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে ম্যানসিটি। এতে ফলও পায় তারা। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের সময় ম্যানসিটির ২নং জার্সি পরিহিত খেলোয়াড় তানভির গোল করে খেলায় সমতা আনে। এরপর উভয় পক্ষ জয়ের নেশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে উভয় দলকে পয়েন্ট ভাগভাগি করে মাঠ ছাড়তে হয়েছে। খেলায় রেফারী ছিলেন কামাল হোসেন, আকিব জাভেদ, কামরুল আযম বাবু ও নিলয়।

বিকেল ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্লাব ও মিজান স্মৃতি সংসদ। উভয় পক্ষের কোন খেলোয়াড় গোল করতে না পারায় খেলাটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলায় রেফারী ছিলেন বাশির আহমেদ লালু, সাইফুল ইসলাম, তকদির হোসেন ও মাহবুব মোড়ল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেএসপি মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে সূর্যমুখি ক্রীড়া চক্র বনাম ইন্টার মিলান ক্লাব। দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রেডসান ক্লাব ও সান স্পোটিং ক্লাব। বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে লড়াই করবে বয়রা সবুজ সংঘ এবং ইয়ং আবাহনী ক্রীড়া চক্র।