UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে শেখ হাসিনা প্রদর্শিত পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে : এস এম কামাল 

koushikkln
ডিসেম্বর ১৭, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ন ও গণতন্ত্রে বিশ^াস করে। আওয়ামী লীগের সদস্যরা কখনও লুটপাটের রাজনীতিতে বিশ^াস করে না। সেকারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে। আর পাকিস্তানের দোসর এবং রাজাকার আলবদর আলশামস এক হয়ে শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে মুছে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশে আজ যে গণতান্ত্রিক ধারা অব্যহত রয়েছে সেটি দেখে বিএনপি’র গাত্রদাহ শুরু হয়েছে গেছে। বিএনপি চায় জিয়ার গণতন্ত্র। যে গণতন্ত্র হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করে, যে গণতন্ত্র প্রশিক্ষিত সেনা সদস্যকে নির্বিচারে হত্যা করে, যে গণতন্ত্র একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়ককে সপরিবারে হত্যা করে, যে গণতন্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতাকে হত্যা করে সেই গণতন্ত্র আর কখনও বাংলাদেশে আসবে না। বাংলাদেশে শেখ হাসিনা প্রদর্শিত পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যে গণতন্ত্র দেশ ও জাতির উন্নয়নের কথা বলে, যে গণতন্ত্র মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে শেখ হাসিনা সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। বাঙালি জাতি সেই গণতন্ত্রের প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে খুলনায় মেয়র পদে তালুকদার আব্দুল খালেককে এবং খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েলকে সংসদ সদস্য নির্বাচিত করার মধ্যদিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, শেখ আবিদ উল্লাহ, মো. মোতালেব মিয়া, রাজুল হাসান রাজু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, মোক্তার হোসেন, নুরজাহান রুমি, মো. আলাউদ্দিন, মো. কামরুল ইসলাম, এ্যাড. আল আমিন উকিল, রুম্মান আহম্মেদ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর গাউসুল আযম, কাউন্সিলর আনিছুর রহমান বিশ^াষ, লোকমান হোসেন, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, আমির হোসেন, জান্নাতুল ফেরদাউস পিকুল, আব্দুল কাইয়ুম গোরা, টি এম আরিফ, কামরুজ্জামান, এজাজ পারভেজ বাপ্পি, এ্যাড এনামুল হক, মো. রুহুল আমিন খান, আলী আকবর, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, কাউন্সিলর মাহমুদা বেগম, নুরীনা রহমান বিউটি, এম এ নাসিম, মো. নুরইসলাম, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, চ ম মুজিবুর রহমান, জাহিদুল হক, শেখ জাহিদুল ইসলাম, ফয়েজুল ইসলাম টিটো, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, ইউসুফ আলী খান, শেখ হাসান ইফতেখার চালু, মীর মো. লিটন, মো. জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।