UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে কুয়েট কর্মচারী সমিতির মানববন্ধন

pial
জুন ২৯, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণে ১১ দফা দাবিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতি বুধবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন করেছে।

কুয়েট কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সময়ে কুয়েট কর্মচারী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগণ বক্তৃতা করেন।

এসময় বক্তারা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের দির্ঘদিন চলমান সংকটগুলো যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধান হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মপরিবেশ নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মানববন্ধন কর্মসূচিতে কুয়েট কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

(ঊষার আলো-এফএসপি)