UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মানবাধিকার কমিশন কয়রা উপজেলা কমিটি গঠন

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ মানবাধিকার কমিশন কয়রা উপজেলার নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন আজ (৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারী জেনারেল মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার কয়রা উপজেলা শাখার নতুন গঠিত কমিটিকে অনুমোদন দিয়েছেন।

অনুমোদিত কমিটির সদস্যরা হলেন, উপদেষ্টা গাজী আবু নেহার বাচ্চু, এমডি আশরাফ হোসেন, সভাপতি এস এম খলিলুর রহমান, নির্বাহী সভাপতি এস এম হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সানা, সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, এস এম রোকনুজ্জামান, আবুল বাশার গাজী, মোঃ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল, মোঃ মনিরুল ইসলাম সরদার, মোঃ নূর হোসেন আলম, মোঃ জাহিদুর রহমান, গোপাল চন্দ্র মিস্ত্রী, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা, আইন বিষয়ক সম্পাদক নিলিমা রানী চক্রবর্ত্তী, সহ-আইন বিষয়ক সম্পাদক অসীম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ অলিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মোঃ হালিম সরদার, অর্থ সম্পাদক মোঃ আব্দুল করিম, যুগ্ম অথ সম্পাদক তন্ময় সরকার, নির্বাহী সদস্য মোঃ আবুল হাসান, জি এম শরীফুল ইসলাম, আব্দুল্লাহ আল মুহিত কাজল।

 

 

(ঊষার আলো-আরএম)