UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সরকার স্বীকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার (১০ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত অবদি শহরের ব্যস্ততম বিভিন্ন মোড়, স্টেশন, বাজার ও বস্তিতে মাস্ক বিহীন পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ গণ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি প্রকৌঃ রফিকুল আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভ সূচনা করেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উৎসাহ প্রদান করেন পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসেন। অতিথিবৃন্দ এ সময় পথচারী জনসাধারণকে করোনার ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণের উদ্দেশ্যে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহবান জানান।
খুলনা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এম এ মান্নান বাবলুর পরিচালনায় এবং সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলীর সার্বিক তত্ত্বাবধানে সমগ্র কর্মসূচির সফল বাস্তবায়নে উপস্থিত ছিলেন এস এম নাজমুল হক খোকন, শেখ মনিরুল ইসলাম মনি, বিকাশ চন্দ্র সরকার, ইসরাত জাহান জিনাত, ইঞ্জিনিয়ার মোঃ শফিউল ইসলাম, মোঃ মনির হোসেন, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, ফরিদা পারভীন, ফয়সাল হোসাইন, রেশমা আক্তার প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)