বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষের মহিদুল হাওলাদারের নেতৃত্বে ১৫/১৬ জন লাটিয়াল দা, লাঠিসোটা নিয়ে ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয়। তারা সীমানার পিলার তুলে ফেলে এবং বেড়া ভাংচুর করে বাড়ির জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় শিক্ষকের স্ত্রী ফারজানা ইয়াসমিন বাড়িতে একা ছিলেন। তিনি দখলে বাধা দিতে গেলে তাকে লাঞ্ছিত করে ওই দখলবাজরা। হামলার খবর পেয়ে প্রধান শিক্ষক নান্না মিয়া বিদ্যালয় থেকে বাড়িতে গেলে তাকেও মারার জন্য তেড়ে আসে তারা। এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক।
এদিকে প্রধান শিক্ষকের বাড়িতে হামলা ও ভাংচুরের খবর শুনে বিদ্যালয় ছুটির পর বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা স্থানীয় রাজাপুর বাজারে মিছিল করে ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় প্রশাসনের কাছে।
প্রধান শিক্ষক নান্না মিয়া বলেন, উপজেলার রতিয়া রাজাপুর গ্রামে আমার বাড়ির মধ্যে জমি পাবেন বলে দাবি করেন একই গ্রামের আঃ সামাদ হাওলাদারের ছেলে মহিদুল হাওলাদার। এনিয়ে স্থানীয় গণমান্যদেন নিয়ে দুই দফা সালিস বৈঠকে আমার পক্ষে রায় প্রদান করেন সালিসগণ। কিন্তু তারপরও মহিদুল এবং তার ভাই ছগির হাওলাদারের নেতৃত্বে ১৫/ ১৬ লোক দা, লাঠিসোটা নিয়ে জোরপূর্বক আমার বসত বাড়ির পেছনের অংশ দখলের জন্য হামলা চালায়।
এ ব্যাপারে প্রতিপক্ষের মহিদুল হাওলাদার জানান, তিনি শিক্ষকের বাড়ির মধ্যে জমি পাবেন। সেই জমি দেখতে গিয়েছিলেন। কোনো হামলা বা ভাঙচুর করেননি।
শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্তে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(ঊষার আলো-এফএসপি)