UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে নদীর চরে পড়েছিল নারীর মৃতদেহ

usharalodesk
জানুয়ারি ২৪, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার নদীর চর থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঘষিয়াখালী চ্যানেলের নদীর চর থেকে থেকে পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে।

মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে।

নিহতের পরনে লাল পেটিকোট ও সোয়েটার ছিল। হাত ও পায়ে বিভিন্ন ধরণের রাবার ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।

রামপাল থানার ওসি মোঃ সামছুউদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। নিহতের বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার পরনে লাল পেটিকোট ও সোয়েটার রয়েছে। হাতে শাখাসহ নানা ধরণের রাবার পড়া ছিল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করছি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরেও মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।