UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মাদক মামলায় একজন কে যাবজ্জীবন কারাদন্ড, অপরজন বেকসুর খালাস

pial
সেপ্টেম্বর ৮, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট থানার একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় শেখ মনিরুল ইসলাম(৩৫) নামের একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।

এসময় অভিযোগ প্রমানিত না হওয়ায় লিটু পাইক নামের অপর আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। বুধবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক তপন রায় এ আদেশ দেন। এসময় আসামীরা আদালতের কাঠগড়ায় ছিল। দন্ড প্রাপ্ত আসামী শেখ মনিরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের শেখ নুর মোহাম্মাদের ছেলে। আর খালাস প্রাপ্ত আসামী লিটু প্রকাশ ওরফে লিটু শেখ একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

রায় মোতাবেক আদালত সুত্র জানায় , ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারী ফকিরহাট থানায় ৫০ গ্রাম হেরোইনসহ ওই দুই আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইন ১৯(১) ধারায় একটি মামলা করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই মামলার তদন্ত শেষে পুলিশ দুইজন কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। আদালতের বিজ্ঞ বিচারক এ মামলার স্বাক্ষী গ্রহন ও দীর্ঘ শুনানীশেষে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় শেখ মনিরুল ইসলাম কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন। আসামী পক্ষে আইনজীবি ছিলেন মোঃ মিজানুর রহমান।

(ঊষার আলো-এফএসপি)