UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ গ্রাহকদের সাথে মতবিনিময়

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর মডেল গ্রামের বিদ্যুৎ গ্রাহক ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের আয়োজনে রনবিজয়পুর ফুটবল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ হান্নান প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত গ্রাহকরা পল্লী বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সকল সমস্যার সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দেন। বিদ্যুতের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।