UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে হেফজখানায় শিশু বলাৎকার শিক্ষক গ্রেফতার

koushikkln
জুন ২১, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান,বাগেরহাট : বাগেরহাটে সদর উপজেলা পল্লীতে একটি হেফজ খানায় থাকা শিশুদের বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠান প্রধান হাফেজ মোঃ বেলাল হোসাইন (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ডের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর শাহজাহানিয়া হেফজখানা ও লিল্লাহ বোডিংয়ে। গ্রেফতার বেলাল হোসাইন ওই প্রতিষ্ঠানের প্রধান এবং সদর উপজেলার দেপাড়া গ্রামের মোস্তফা খানের ছেলে।

মামলার বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম সোমবার দুপুরে জানান, ওই হেফজখানায় থাকা শিশুদের প্রায়ই বলাৎকার করে আসছে হাফেজ বেলাল হোসাইন। এমনই একটি সুনির্দ্দিষ্ট অভিযোগ করেন পাশর্^বর্ত্তি মোড়েলগঞ্জ উপজেলার মালমগাছা গ্রামের শামীম সিকদার। অভিযোগে তিনি বলেন তার ছেলে (১৫) গত ১৮ জুন হেফজখানা থেকে পালিয়ে যায়। ছেলেকে পিরোজপুর থেকে উদ্ধারের পর পালানোর বিষয় জানতে গেলে চাঞ্চল্যকর এ ঘটনা ফাঁস হয়। এ ঘটনা তিনি রবিবার বিকেলে এসে বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয় এবং প্রতিষ্ঠান প্রধান হাফেজ বেলাল হোসাইন কে গ্রেফতার করা হয়। সোমবার শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করতে সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আর আসামী কে আদালতে প্রেরন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।