UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে কোডেকের কম্বল বিতরণ

usharalodesk
জানুয়ারি ১৯, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপ সেন্টার কোডেকের উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারি) সকালে বাগেরহাট শহরে কম্বল বিতরণ করা হয়েছে।

দরিদ্র, বৃদ্ধ ও বিধবা অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম।

কোডেকের বাগেরহাট সদর শাখার ব্যবস্থাপক ইসরাত জাহান মর্জিনার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও সাংবািদক রিপোর্টার বাবুল সরদার।

এ ছাড়াও কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, সিইপি প্রজেক্ট ম্যানেজার মো. লোকমান হোসেন ও সদরের উপ-শাখা ব্যবস্থাপক আল-ইমরান প্রমুখ।

ঋণদান কর্মসুচী পরিচালনার পাশাপাশি কোডেক প্রতি বছরের ন্যায় এবারও অসহায়দের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করে বলে জানান কোডেক কর্তৃপক্ষ।